ব্যাংককে ভূমিকম্পে ভবন ধসের ঘটনায় নিখোঁজ শ্রমিকের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ নিখোঁজের সংখা অন্তত ৭০ জন হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) মিয়ানমারে যে ভূমিকম্প সৃষ্টি হয়, তা প্রতিবেশী থাইল্যান্ডেও অনুভূত হয়েছে। এর প্রভাবে ক্ষয়ক্ষতির হিসাব ক্রমাগত বেড়েই চলছে।
থাইল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইমার্জেন্সি মেডিসিন কোম্পানি বলছে, নির্মাণাধীন বহুতল ভবন ধসের ঘটনায় যেখানে অন্তত ৪৩ জন নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছিল কিন্তু সেটি বেড়েই চলছে।
ভবন ধসের সময় সেখানে অন্তত প্রায় ৩২০ জন কর্মী কাজে নিযুক্ত ছিলেন এবং তাদের মধ্যে ২০ জনের মতো লিফটে আটকা পড়েছে বলেও জানা যায়।
ওই ভবনের নিচে পড়ে কত জন শ্রমিকের মৃত্যু হয়েছে সেটি এখনো অস্পষ্ট। উদ্ধারকারীরা জীবিতদের সন্ধান চালিয়ে যাওয়ার কারণে ঘটনাস্থলে একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে বলেও জানান সংস্থাটি। এর আগে, তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পে মিয়ানমারে প্রায় ২৫ জন এবং থাইল্যান্ডে একজন নিহত হয়েছেন। এছাড়াও ব্যাংককে একটি বহুতল ভবন ধসে ৪৩ জন আটকা পড়েছে বলেও জানায় থাই পিবিএস টিম।
সূত্র: বিবিসি বাংলা
1 Comment
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.