রাজধানীর মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করা সংগঠন ‘ক্ষুধা নিবারণ’ সহস্রাধিক ছিন্নমূল ও অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছে ।
শুক্রবার (২৮মার্চ) রাজধানীর মোহাম্মদপুরের চাঁনমিয়া হাউজিংয়ে সহযাত্রী (প্রস্তাবিত) ফাউন্ডেশনের প্রকল্প ‘ক্ষুধা নিবারণ’- এর উদ্যোগে বিকেল থেকে এই ইফতার বিতরণ করেন।
জানা যায়, কয়েক বছর ধরে রামজান মাসের প্রতিদিন রাজধানীর বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করা হয়। সপ্তাহের দুইদিন ইফতারি পণ্য, অন্য দুইদিন সাদা ভাতের সঙ্গে সবজি বা মাছ মাংস, বাকি দুইদিন ডিম-খিচুড়ি এবং শুক্রবারে বিরিয়ানি বা তেহেরি বিতরণ করা হইয়ে থাকে।