জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেছেন, যার দিনটাই শুরু হতো খালেদা জিয়ার সমালোচনা করে, বিএনপিকে দোষারোপ করে। তিনি হলেন স্বৈরাচারী শেখ হাসিনা।
শনিবার (২৯ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কেন্দ্রীয় নেতা ফজলে হুদা বাবুল বলেন, ”ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় আমাদের অনেক নেতাকর্মী জেল জুলুম খেটেছি। অনেকে চাকরি হারিয়েছি। আমরা কিছু ভুলে যাইনি। এতো অত্যাচার নির্যাতনের পরও বেগম খালেদা কখনও অন্যায়ের সাথে আপোষ করেননি। এই জন্য তিনি তার ছোট ছেলেকে হারিয়েছেন। তারেক জিয়ার আদর্শ শহীদ জিয়াউর রহমানের আদর্শ। আর তারেক জিয়ার আদর্শই আমাদের আদর্শ।”
ঈদ উপহার গ্রহণকারীদের উদ্দেশ্যে হুদা বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমার এই ছোট্র প্রয়াস। আমি যেটাই দিই, সেটা আপনারা সাদরে গ্রহণ করবেন। আমার কোন চাওয়া নেই আপনারা শুধু বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।
এসময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার পতন হলেও গনতন্ত্র এখনও প্রতিষ্ঠা হয়নি। তাই দ্রুত নির্বাচন দিয়ে গনতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন।
গরীবের হক যেন কেউ না মারে। সরকারি অনুদান যেন সঠিক জায়াগায় পৌঁছে। কেউ যেন ঘুষ খেতে না পারে। এই হোক রমজান মাসের আমাদের চাওয়া।
উপজেলা কৃষকদলের আয়োজনে তারেক জিয়ার পক্ষ থেকে দেড় সহস্রাধিক অসহায় ও দরিদ্রূের মুখে হাসি ফোটাতে ফজলে হুদা তাঁর নিজ উদ্যোগে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও শার্ট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি সুলতান মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিসহ উপজেলার বিভিন্ন নেতাকর্মী।