
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানি শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তে আমেরিকান ভোক্তাদের ব্যয় বাড়বে বলে মন্তব্য করেছেন ফ্যাশন রিটেইলার এইচঅ্যান্ডএমের প্রধান নির্বাহী ড্যানিয়েল এরভার।
বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘নতুন বাণিজ্য বাধার কারণে প্রতিষ্ঠানটি তাদের সরবরাহ চেইনে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে।’’
বর্তমানে এইচঅ্যান্ডএমের প্রধান উৎপাদন কেন্দ্র চীনে। যেখানে ট্রাম্প ইতোমধ্যে আমদানির ওপর ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। এছাড়া বাংলাদেশসহ আরও কয়েকটি দেশ ‘পারস্পরিক শুল্কের’ ঝুঁকিতে রয়েছে; যা ২ এপ্রিল ঘোষণা করা হতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্র এইচঅ্যান্ডএমের দ্বিতীয় বৃহত্তম বাজার হওয়ায় প্রতিষ্ঠানটি শুল্কের প্রভাব সামাল দিতে পণ্যের দাম বাড়াতে পারে।
এরভার বলেন, শেষ পর্যন্ত এই খরচ ভোক্তাদেরই বহন করতে হবে। আমরা ন্যায়সঙ্গত ও সমান বাণিজ্যে বিশ্বাসী। কিন্তু শুল্ক বৈশ্বিক বাণিজ্যের উন্নয়নে সহায়ক নয়।
এইচঅ্যান্ডএমের এই প্রধান নির্বাহী বলেন, এইচঅ্যান্ডএম মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ওপর নজর রাখছে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। যদিও ট্রাম্পের আগামী সপ্তাহের ঘোষণায় কোন দেশগুলোকে অন্তর্ভূক্ত করা হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিকে ‘চলমান অবস্থা’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।