বুধবার, ০২ এপ্রিল, ২০২৫
০৪:০৬:১০ AM
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
শিরোনামঃ

মেলবোর্নে কনসার্টে মঞ্চে গান গাইতে উঠে একের পর এক কটাক্ষের শিকার নেহা কক্কর। তিন ঘণ্টা দেরিতে পৌঁছানোয় নানা কটূক্তির শিকার হন তিনি। অনুষ্ঠান শুরুর আগেই শিল্পী ক্ষমা চেয়ে নেন শ্রোতাদের কাছে। তাতেও রক্ষে হয়নি। কেউ বলেছেন, ‘অভিনয় করছেন’। কেউ আবার বলেছেন, ‘এটা অস্ট্রেলিয়া, ইন্ডিয়া নয়।’

নেহার অপমানে অনুষ্ঠানের পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্টে অপমানের জবাব দেন তার ভাই টনি কক্কর। একটি পোস্টে তিনি লেখেন, আয়োজকদের ভুলের জন্য দেরিতে পৌঁছেছেন নেহা। তবে এসবেও থামেনি আলোচনা। এবার নিজেই একটি পোস্ট করেন নেহা।

ইনস্টাগ্রাম স্টোরিতে নেহা একটি রহস্যময় পোস্ট শেয়ার করেছেন। যেখানে লেখা, ‘সত্যের জন্য অপেক্ষা করুন। না হলে এত তাড়াতাড়ি আমাকে বিচার করার জন্য আপনারাও অনুতপ্ত হবেন।’ সঙ্গে একটি হতাশ মুখের ইমোজিও শেয়ার করেছেন।

কনসার্টের পরে নেহার ভাই টনি কক্কর ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘ধরুন আমি আপনাকে আমার শহরে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। এবং সমস্ত ব্যবস্থার সম্পূর্ণ দায়িত্বও নিয়েছি। আপনার হোটেল, গাড়ি, বিমানবন্দর পিকআপ এবং টিকিট বুকিং সব কিছুর। আপনি সেখানে পৌঁছে যদি দেখেন কিছুই বুক করা হয়নি, বিমানবন্দরে কোনও গাড়ি নেই, হোটেল বুকিং নেই এবং টিকিটও নেই। এমন পরিস্থিতিতে, কাকে দোষ দেওয়া উচিত?’

কনসার্ট মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে নেহা দর্শকদের অপেক্ষা করার জন্য ধন্যবাদ জানান। তখন চারিদিক থেকে ধেয়ে আসে কটাক্ষ। যা দেখে কাঁদতে শুরু করেন নেহা। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘বন্ধুরা, তোমরা সত্যিই খুব ভালো। তোমরা ধৈর্য ধরেছো। তোমরা এতক্ষণ অপেক্ষা করেছো। আমার খুব খারাপ লাগছে, কারণ আমি জীবনে কখনও কাউকে অপেক্ষা করাইনি। এতক্ষণ আপনাদের অপেক্ষা করানোর জন্য আমি দুঃখিত। এই সন্ধেটা আমি আজীবন মনে রাখব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *