বুধবার, ০২ এপ্রিল, ২০২৫
০৪:০৭:২৪ AM
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
শিরোনামঃ

মাত্রই আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শেষ হয়েছে। এরই মাঝে আবার শুরু হতে যাচ্ছে ক্লাব ফুটবল একের পর এক ম্যাচ। সেই ধকল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে একটু বেশিই সইতে হচ্ছে। ২০ দিনের মাঝে কাতালানদের খেলতে হবে ৭টি ম্যাচ ম্যাচ। এর মাঝে একটি স্থগিত ম্যাচের সূচি নতুন করে দেওয়ায় তারা আরও বিপাকে পড়েছে। যেখানে দলের গুরুত্বপূর্ণ একাধিক ফুটবলার অনুপস্থিত থাকবেন। সবমিলিয়ে চরম বিরক্ত বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।

গত ৮ মার্চ লা লিগার ম্যাচে ওসাসুনার মুখোমুখি হওয়ার কথা ছিল বার্সেলোনার। কিন্তু ম্যাচে ঘণ্টা কয়েক আগেই তাদের এক চিকিৎসকের আচমকা মৃত্যুতে বার্সা খেলা স্থগিতের আবেদন করে। যার পুনঃসূচি নির্ধারিত হয়েছে আগামীকাল (শুক্রবার)। কিন্তু আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাওয়া ফুটবলাররা এখনও যে ক্লাবের ক্যাম্পে যোগ দিতে পারেননি। সে কারণে ম্যাচটির সূচি পুনঃবিবেচনার জন্য আপিল করলেও ব্যর্থ হয় ফ্লিকের ক্লাব।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বার্সা কোচ ফ্লিক বলছেন, ‘নিজের মনোভাব নিয়ে কথা বলতে চাই না, আমার মনে হয় না এটা ভালো কিছু। খেলোয়াড়রা মাত্রই জাতীয় দলের হয়ে খেলে ফিরেছে, কিন্তু আমাদের এই ম্যাচ খেলতেই হবে। হ্যাঁ, আমরা এটা নিয়ে কথা বলতে পারি যে, আগামীকাল (শুক্রবার) ম্যাচটা খেলা ঠিক কি-না…।’

গতকাল (বুধবার) সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছিল। ম্যাচটিতে পুরো ৯০ মিনিটই খেলেছিলেন সেলেসাও ফরোয়ার্ড রাফিনিয়া। অন্যদিকে, ওই ম্যাচের ঘণ্টা দুয়েক আগে মাঠে নামে উরুগুয়ে। যদিও বলিভিয়ার বিপক্ষে সেই ম্যাচে খেলেননি রোনাল্দ আরাউহো; তবে স্কোয়াডে ছিলেন তিনি। যথেষ্ট বিশ্রামের পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় এই দুজনকে ছাড়াই ওসাসুনার বিপক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ফ্লিক। এ ছাড়াও ২৩ এপ্রিল পর্যন্ত পরবর্তী ২৫ দিনে বার্সাকে ৯টি ম্যাচ খেলতে হবে। সে কারণেই এই জার্মান কোচের বিরক্তিটা আরও বেশি।

১০ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে বার্সা মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ডের। তার দুদিন পরই ম্যাচ রয়েছে স্প্যানিশ লিগে। লা লিগার ম্যাচের সময় নির্ধারণ নিয়ে প্রশ্ন তুলে ফ্লিক বলেন, ‘লেগানেসের বিপক্ষে রাত ৯টায় (বাংলাদেশ সময় রাত ২টায়) ম্যাচ খেলার বিষয়টি নিয়েও আমরা কথা বলতে পারি। প্রতিপক্ষের মাঠে ম্যাচ থাকলে সবসময় শুরুর সময়টা রাত ৯টা হয়, সেক্ষেত্রে আমাদের ফিরতে অনেক রাত হয়ে যায়।’

ক্ষুব্ধ এই কোচ আরও বলেন, ‘খেলোয়াড়দের রিকভারির জন্য ব্যাপারটা মোটেও ভালো কিছু নয়। আমি এতে খুশি নই। অন্যান্য ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন্স লিগের দলগুলোর ক্ষেত্রে এরকম হয় না। চ্যাম্পিয়ন্স লিগে খেললে তখন আর বিষয়টা রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা থাকে না, তখন গুরুত্বপূর্ণ হওয়া উচিৎ স্প্যানিশ ক্লাবগুলোকে সুরক্ষা দেওয়ার। তবে আমরা খেলব, কোনো অভিযোগ নেই। আমরা এসব মেনে নিয়েছি। এগুলা আসলে উয়েফা বা ফিফার দেখা উচিৎ। তারাই বলে আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর খেলোয়াড়দের তিন দিনের বিশ্রাম প্রয়োজন। কিন্তু লা লিগা বলে, আমাদের খেলতে হবে এবং জবাবে আমরাও সায় দিয়ে যাই।’

লা লিগায় আগে থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। তবে তাদের সঙ্গে দুই-তিনে থাকা রিয়াল ও অ্যাতলেটিকোর ব্যবধানটা বেশি নয়। অল্প সময়ে অধিক ম্যাচ খেলার ধকল তাদের ম্যাচের ফলাফলেও প্রভাব ফেলতে পারে। লা লিগায় ২৭ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৬০। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট রিয়ালের এবং অ্যাতলেটিকোর ৫৬ পয়েন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts