‘শ্রমিক মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে ‘ স্লোগানকে প্রতিপাদ্য করে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নওগাঁ জেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বের হয়ে সদর উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
নওগাঁ জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মো আব্দুল আউয়াল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও এএইচএম ইরফান উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ পরিচালক (ডিডিএলজি) টিএমএ মুমিন, ডেপুটি সিভিল সার্জন মো: মুনির আলী আকন্দ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: ইবনুল হাসান, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী পরিচালক আশিকুর রহমান, চালকল মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি মোত্তালিব হোসেন তালুকদার, অটোরাইস মিল গ্রুপের দপ্তর সম্পাদক এসএম হাসিবুল হাসান, শ্রমিক নেতা আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
উল্লেখ্য, শহরের মুক্তির মোড় থেকে জাতীয়তাবাদী শ্রমিক দলের একটি রালি, নওজোয়ান মাঠ বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, কেন্দ্রীয় বাস টারমিনাল থেকে মোটর শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন র্যালী ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়।