নওগাঁর বদলগাছীতে কৃষকদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (২১ জুন) উপজেলার কোলা আদর্শ ডিগ্রি কলেজ অডিটোরিয়াম হলরুমে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার কোলা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৩০ জন শিক্ষার্থীর হাতে কলম, খাতা, স্কেল, পেন্সিলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কৃষকদলের আহ্বায়ক ফিরোজ দুলু এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান মামুনুর রশীদ, কোলা ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোরসালিন সাধারন সম্পাদক সাবু সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘বর্তমান সময়ের সবচেয়ে বড় বিনিয়োগ হলো শিক্ষা। ছাত্ররা যাতে নির্ভয়ে পরীক্ষা দিতে পারে, সেই সহায়তা করাই আমাদের লক্ষ্য।’ তারা আরো জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
শিক্ষার্থীরা এমন উদ্যোগে খুশি হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এই উপকরণ তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।
বৃক্ষ রোপনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।