বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫
০৯:৪৫:৩১ PM
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
শিরোনামঃ
Share news

বাহরাইনকে বিধ্বস্ত করার পর মিয়ানমারকে হারিয়ে এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। জায়গা নিশ্চিত করতেও খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলার বাঘিনীদের।

বুধবার (২ জুলাই) ‘সি’ গ্রুপের আরেক ম্যাচে বাহরাইনের বিপক্ষে তুর্কমেনিস্তান ড্র করায় প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে জায়গা করে নিলো বাংলাদেশের মেয়েরা।
এএফসি’র নিয়মানুযায়ী দুই দলের পয়েন্ট সমান হলে গোল ব্যবধানের আগে বিবেচনায় আসে মুখোমুখি ম্যাচের ফলাফল। বাহরাইনের পর মিয়ানমারকে আজ ২-১ ব্যবধানে হারায় , ফলে এ দুই দল বাংলাদেশের সমান পয়েন্ট পেলেও গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারতো না। বাকি ছিল তুর্কমেনিস্তান। কিন্তু দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট মাত্র ১ হওয়ায় আগেই লড়াই থেকে ছিটকে যায় তারা। ফলে শেষ ম্যাচের ফলাফল কোনো কাজেই আসছে না।
সব দলের দুই ম্যাচ শেষে গ্রুপের পয়েন্ট টেবিল দাঁড়ায়, ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ, ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে মিয়ানমার, সমান ১ পয়েন্ট নিয়ে তিনে বাহরাইন আর চারে তুর্কমেনিস্তান। আর তাতেই নিজেদের ইতিহাসে প্রথমবার এএফসি এশিয়ান কাপের মূলপর্ব নিশ্চিত করে লাল সবুজরা।
এর আগের আসরগুলোতে বাছাইপর্বে একটি ম্যাচও জেতেনি বাংলাদেশের মেয়েরা। তবে এবার পিটার বাটলারের অধীনে তারা ইতিহাস গড়ে বসল।

আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় ১২ দল নিয়ে অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপের ২১তম আসর। আয়োজক দেশসহ চার দল আগেই জায়গা নিশ্চিত করেছিল। আর বাকি ৮ দলের ভাগ্য নির্ধারণ হতো বাছাইপর্বে। যেখানে ৮ গ্রুপের চ্যাম্পিয়ন দলই মূল পর্বের টিকিট পাবে। ‘সি’ গ্রুপ থেকে বাংলাদেশ মূল পর্বে খেলার টিকিট পেলো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts