নওগাঁর আত্রাইয়ে খরিপ মৌসুমে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ১ হাজার পঞ্চাশ জনের মাঝে সার ও বীজ বিতরন করা হয়।
এসময় ২০ জন কৃষকের মাঝে রোপা-আমনের ৫ কেজি বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ১০কেজি, ১৩০ জনের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের জনপ্রতি ১কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ২০কেজি এমওপি সার বিতরণ করা হয়।
বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা অতিরিক্ত দায়িত্বে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাপলা আক্তার,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজহারুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন,যুবউন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন,উপ-সহকারী কৃষি অফিসারগণ সহ প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।