
খাগড়াছড়ির মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও, আগুনে জুতার দোকান, খাবার হোটেল, কসমেটিকস, কাপড়, মুদিমাল ও স্বর্ণের দোকানসহ একাধিক প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজার মসজিদের সামনে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়, পরে মুহূর্তেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। রাত ১টা ৩৮ মিনিট পর্যন্ত কারও পক্ষে কার্যকরভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, আশপাশের বসতবাড়িও ঝুঁকির মধ্যে পড়ে।
পানির উৎসের সংকটের কারণে ঘটনাস্থলে পৌঁছানো ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট শুরুতে আগুন নেভানোর কাজ করতে পারেনি। ঠিক সেই সময়ে প্রবল বৃষ্টিপাত শুরু হওয়ায় বৃষ্টির পানিতে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। পরে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, ুরাত ১২টা ৪০ মিনিটে খবর পেয়ে দুটি ইউনিট মহালছড়ির উদ্দেশ্যে রওনা দেয়। দেড়টার দিকে পৌঁছে পানির সংকটে কাজ শুরু করা সম্ভব হয়নি।”
তিনি আরও জানান, পরে মাটিরাঙা থেকে এক হাজার লিটারের পানির গাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়, তবে এর আগেই বৃষ্টির পানিতেই আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে।” অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে তিনি জানান।