
ডেস্ক রিপোর্টঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন থেকে পালিয়ে থানায় আশ্রয় নিয়েছেন এক কলেজছাত্রী। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কনের বাড়ি লৌহজং উপজেলায়। তিনি স্থানীয় একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পুলিশ জানায়, নারায়ণগঞ্জের এক যুবকের সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে ঠিক করা হয়। নির্ধারিত সময় অনুযায়ী বুধবার দুপুরে বরযাত্রীরা কনের বাড়িতে পৌঁছে খাওয়া-দাওয়া করেন।
এ সময় হঠাৎ জানা যায়, কনে বিয়েতে অনিচ্ছুক হয়ে আগেই বাড়ি থেকে বের হয়ে সিরাজদিখান থানায় গিয়ে আশ্রয় নিয়েছেন। পরে কনের ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন করার অভিযোগে অভিভাবকদের থানায় ডাকা হয়।
সিরাজদিখান থানার ওসি জানান, কনের বক্তব্য শোনার পর পুলিশ অভিভাবকদের বোঝায় যে ইচ্ছার বিরুদ্ধে এবং অপ্রাপ্ত বয়সে বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয়। পরে কনেকে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয় এবং কনেপক্ষ বিয়ের সিদ্ধান্ত বাতিল করে।
এ বিষয়ে কনের মা সাংবাদিকদের বলেন, “মেয়ে রাজি না থাকায় বিয়েটা হয়নি। এখন সে বাড়িতেই আছে।”
থানার এএসআই কামরুল ইসলাম জানান, কনের ভাষ্য অনুযায়ী তিনি পরিবারের পছন্দ করা পাত্রকে গ্রহণ করেন না এবং আইন অনুযায়ী তাঁর বিয়ের বয়সও পূর্ণ হয়নি। এ কারণেই তিনি থানার সহায়তা নেন।