
যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে গভীর রাতে নিজ বাড়ির উঠান থেকে মিজানুর রহমান (৪৫) নামে এক কসাইয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর ওই গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে। তিনি পেশায় কসাই এবং গরু ক্রয়-বিক্রয়ের সঙ্গে যুক্ত ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে এক ভ্যানচালক সহকারী তাকে কাজে ডাকতে এলে মিজানুর বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর তার স্ত্রী ঘর থেকে বের হয়ে উঠানে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন।
প্রতিবেশীরা জানান, এলাকায় মিজানুর একজন ভালো মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। তিনি নিয়মিত শুক্রবারে মাংস বিক্রি করতেন। ঘটনার রাতে গরু জবাইয়ের কাজে বের হওয়ার সময়ই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে একটি চাকু জব্দ করা হয়েছে। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং মামলা প্রক্রিয়াধীন।