
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতাঃ
বগুড়ার আদমদীঘির একটি গ্রামের জনগুরুত্বপূর্ণ রাস্তা নির্বাচনের আগেই সংস্কার শুরু হওয়ায় আনন্দিত হয়েছেন এলাকাবাসী।
এতে ব্যায় হচ্ছে প্রায় সাড়ে ২৮ লাখ টাকা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সান্তাহার ইউনিয়নে উথরাইল-কায়েতপাড়া গ্রামের এই রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন ঘোষণা করেন ইউপির প্যানেল চেয়ারম্যার নাজিম উদ্দীন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কায়েতপাড়া গ্রামের কাশিমিলা মোড় পর্যন্ত প্রায় ২৮ লাখ ৩১ হাজার টাকা ব্যয়ে ৯২৫ মিটার রাস্তার কার্পেটিং কাজ সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, সহকারি প্রকৌশলী শাখাওয়াত হোসেন, ঠিকাদার সুমন সরদার, আলী আজগর, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, শফির উদ্দীন, রাজু ও জাহিদুল প্রমূখ।
স্থানিয় বাসিন্দা একলাস মল্লিক জানান, এই সড়ক দিয়ে কয়েকটি গ্রামের মানুষ চলাচল করে থাকে। বেশ কিছুদিন ধরে সড়কের কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছিল। ভোটের আগেই জনগুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কার শুরু হওয়ায় আমরা এলাকাবাসী অত্যন্ত আনন্দিত।