
আদমদীঘি সংবাদদাতাঃ
সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক জীবন মান উন্নয়নের লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারী) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে এই উপকরন ও মিল্কিং মেশিন বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার বেনজির আহমেদ, ডা. পূজা সাহা, উপজেলা প্রকৌশলী রিপন কুমার, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল আনোয়ার রাশেদ ও মৎস্য কর্মকর্তা নাহিদ ইসলাম প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার বেনজির আহমেদ বলেন, এবার সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ২৫ ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ৫০টি ছাগল, ৫০টি ঢেউটিন, সিমেন্টের খুটি ১০০ টি, প্লাস্টিক ফ্লোরম্যাট ১২৫টি, প্রতি জনকে ২৫ কেজি দানাদার খাদ্য সহ ৭ টি মিল্কিং মেশিন, ২৮০ পরিবারের মাঝে উপকরন বিতরণ করা হয়।