জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সম্মেলন পণ্ড হওয়ার ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় কমিটি। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলা ও কলেজ শাখার সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন—জয়পুরহাট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সরকারি কলেজ শাখার সদস্য সচিব পিয়াস আহম্মেদ পৃথিবী, যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেন, শহর শাখার সদস্য সচিব হাসানুল বান্না হাসান, যুগ্ম আহ্বায়ক সোহরাফ হোসেন ইমন এবং শহীদ জিয়া কলেজ শাখার সভাপতি রাকিবুল করিম রাকিব।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বহিষ্কৃতদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখতে সকলকে নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, গত ১৫ আগস্ট সরকারি কলেজ শাখার কাউন্সিলকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের এক উপ-পরিদর্শকসহ অন্তত সাতজন আহত হন। এ ঘটনার পর সম্মেলন স্থগিত করা হয়।
আগেই কেন্দ্রীয় কমিটি সংশ্লিষ্ট সাতজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় তাদের বহিষ্কার করা হলো।