
ডেস্ক রিপোর্টঃ
নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী আ স ম সায়েমের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে দলটির নেতাকর্মীরা। শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের এটিম মাঠ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এতে প্রায় ৩ হাজার মোটরসাইকেল নিয়ে অংশ নেয় সমর্থকরা। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় এটিম মাঠে এসে শেষ হয়।
আসনটিতে জামায়াত মনোনীত প্রার্থী আ স ম সায়েম দলটির কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্বে আছেন।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে আ স ম সায়েম বলেন, ‘অতীতের গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করাই আমাদের লক্ষ্য। আগামী দিনে নওগাঁর-৫ (সদর) নতুনভাবে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই।
তিনি আরও বলেন, ‘আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ পরিচালিত হবে। জনগণের ভোটে যদি আমরা সরকার গঠনের সুযোগ পাই, তবে ন্যায়ের সমতা, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই হবে আমাদের প্রথম দায়িত্ব।'

নওগা-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিঃ মো. এনামুল হকের নেতৃত্বে মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৭টা থেকে পত্নীতলার ১১ ইউনিয়ন ও নজিপুর পৌরসভার হাজারো নেতাকর্মী নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও নজিপুর পাবলিক মাঠে জড়ো হন। পরে সকাল ৯টায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের প্রার্থী ইঞ্জিঃ মো. এনামুল হক, উপজেলা জামায়াতের নেতা ডা. সামসুল আলম, ডা. আবু ওবায়দা, পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা মো. হাবিবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মো. মারুফ আহম্মেদ, উপজেলা শাখার আমির মাওলানা মো. আব্দুল মকিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. হারুনুর রশিদ, নজিপুর পৌর জামায়াতের আমির মোফাচ্ছেল হোসেন, ঘোষনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আখতার ফারুকসহ আরও অনেকেই।
বক্তব্য শেষে সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রাটি নজিপুর হাইস্কুল মাঠ থেকে দুই উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নজিপুর পাবলিক মাঠে এসে শেষ হয়।
শোভাযাত্রার সামনে ছাদখোলা মাইক্রোবাসে দাঁড়িয়ে এক হাতে জাতীয় পতাকা উড়িয়ে এবং অন্য হাতে পথের দু’ধারে দাঁড়ানো জনতাকে অভিবাদন জানান ইঞ্জিনিয়ার এনামুল হক। তার পেছনে হাজারো মোটরসাইকেল আরোহী দাঁড়িপাল্লা প্রতীকের পতাকা ও জাতীয় পতাকা উড়িয়ে স্লোগানে স্লোগানে শোভাযাত্রাকে উৎসবমুখর করে তোলেন। প্রত্যক্ষদর্শীরা বলেন—নজিপুরে এত বড় মোটরসাইকেল শোডাউন আগে কখনো দেখা যায়নি।
সমাবেশে ইঞ্জিঃ এনামুল হক বলেন- “এই আসনের প্রকৃত সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে ইশতেহার প্রস্তুত করা হচ্ছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে বিগত সময়ের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করে নওগাুঁ২ আসনকে দেশের একটি মডেল আসনে রূপান্তর করা হবে।”

মান্দা উপজেলায় জামায়াত মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিবের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টার দিকে মান্দা এসসি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে।
শোভাযাত্রার আগে বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের আমির ও মান্দা আসনের প্রার্থী খন্দকার আব্দুর রাকিব। তিনি নির্বাচনী প্রস্তুতি, সংগঠনের বিভিন্ন কার্যক্রম এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণের অঙ্গীকার তুলে ধরেন।
সমাবেশে আরও বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের সূরা সদস্য মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সহকারি সেক্রেটারি সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান ও মাস্টার রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে শোভাযাত্রাটি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মান্দা ফেরিঘাট, জলছত্র মোড়, পাঁজরভাঙ্গা বাজার, জোতবাজার, প্রসাদপুর বাজার, দেলুয়াবাড়ি ও সাবাই বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়।
অনুষ্ঠানটি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।