
ডেস্ক রিপোর্টঃ
নওগাঁর পোরশায় বিএনপি’র উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার সারাইগাছী মোড়ে কাতিপুর-কালিনগর উচ্চবিদ্যালয় মাঠে এ জনসভা ও গণসংযোগ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান । পোরশা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোদাচ্ছের রহমানের সভাপতিত্বে ও পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামের সঞ্চালনায় জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন, জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ইছাহাক আলী সরকার, সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী প্রমুখ। সভায় স্থানীয় বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও হাজারো মানুষ অংশ নেন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, 'সকল ভেদাভেদ ভুলে গিয়ে বিএনপির নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকে কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমার প্রতি বিশ্বাস ও আস্থা রেখে তাদের প্রতিনিধি হিসেবে আমাকে ধানের শীষের প্রতীক উপহার দিয়েছেন। আমি যেন সেই প্রতীক নিয়ে বিজয়ী হতে পারি। এ জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আপনাদের সহযোগিতায় আমি তিন উপজেলায় স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠা করার পাশাপাশি এই এলাকাকে জুয়া, মাদক ও দুর্নীতিমুক্ত উন্নত এলাকা হিসাবে গড়ে তুলবো। কোনো হিংসা, বিদ্বেষ রাজনীতি নয়, ভালোবাসার রাজনীতি গড়ে তুলব।'
তিনি বলেন, আমচাষীদের উন্নয়নের স্বার্থে এবং আমের নায্যমূল্য নিশ্চিত করার জন্য পোরশা ও সাপাহারে আমভিত্তিক গবেষণাগার ও হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, নির্বাচনী ট্রেন যাত্রা শুরু হয়েছে। আজকে চারিদিকে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মুসলমান, হিন্দু, আদিবাসী ভাই-বোনেরা ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। ধানের শীষের পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে।