
ডেস্ক রিপোর্টঃ
নওগাঁয় প্লাস্টিক দূষণ সমস্যা মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
নাগরিক সংযোগ সিএসও হাব নওগাঁ’র উদ্যোগে মঙ্গলবার বিকেল ৩ টায় নওগাঁ শহরের মেইন রোড রুবির মোড়ে ১৬টি সিএসও সংগঠনের অংশগ্রহণে হাব’র সভাপতি ফজলুল হক প্লাস্টিক দূষণের ক্ষতিকর দিক তুলে ধরে বক্তব্য প্রদান ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। এতে হাব প্রতিনিধি ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এছাড়া নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাপাহার প্রেসক্লাবের নির্বাহী সদস্য প্রদীপ সাহা, বিডিও সুশীল প্রকল্পের সমন্বয়ক শামসুল হক ও নিশান এনজিও’র পরিচালক মাহিদুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যডভোকেট শামসুন নাহার ( সুমী) অদ্বিতীয়া মহিলা উন্নয়ন সংস্থা (এএমইউএস), আদিবাসী নেতা সোনাধন টুডু, নিমাই মন্ডল,মধু সরদার,হাসিনা বেগম প্রমূখ।
বক্তারা বলেন, আগামী সুন্দর ও বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে প্লাস্টিক দূষণ মোকাবিলা’র বিকল্প নেই। তাই আসুন নিজে সচেতন হই ও অপরকে সচেতন করি। পরিবেশ সংরক্ষণের সময় এক্ষুনি।