
বরেন্দ্রকণ্ঠ ডেস্কঃ
দীর্ঘদিনের বৈষম্যের প্রতিবাদে ও চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের ন্যায় নওগাঁ জেলায় কর্মবিরতি পালন করছে নওগাঁ জেলার সরকারী ৪টি মাধ্যমিক স্কুলের শিক্ষকবৃন্দ। সোমবার (১ ডিসেম্বর) থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে।
আজ নওগাঁ জেলার সরকারী মাধ্যমিক স্কুলগুলোয় দেখা গেছে সকালের বার্ষিক পরীক্ষা গুলো বন্ধ রয়েছে। অনেক পরীক্ষার্থী পরিক্ষা দিতে এসে ফিরে যেতে দেখা গেছে। দশম শ্রেনীর নির্বাচনী পরীক্ষা চলছিল । মোট ১২টি বিষয়ের মধ্যে ৬টি পরীক্ষা হয়েছে । বাঁকি রয়েছে ৬টি।
কথা হলো নওগাঁ সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী মাইশার সাথে। মাইশা জানায়, এই কর্মবিরতীর কারনে আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। এক দিকে সময় নষ্ট হচ্ছে অপরদিকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে পরিক্ষা দিতে পারছি না। এটা আমাদের জন্য খুব কষ্টের বিষয়। আমার প্রশ্ন হলো শিক্ষকদের নায্য দাবি মেনে নিলে আমরা ক্ষতির হাত থেকে রেহায় পেতাম অপরদিকে শিক্ষকরা তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করতেন।
নওগাঁ সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জানান, বিগত ১৬ বছর ধরে আমাদের টাইমস্কেল দেয়া হচ্ছে না। মামলায় রায় পাওয়ার পর ও অধিদপ্তর থেকে বিষয়টি বাস্তবায়ন করছে না। শুন্য পদে পদায়ন করা হচ্ছে না। ৪ স্তরীয় পদসভা বাস্তবায়নের দাবিতে আমরা এই কর্মবিরতিতে নেমেছি।
নওগাঁ জেলার ৪টি সরকারী স্কুল হলো, নওগাঁ সরকারী কেডি উচ্চ বিদ্যালয়, নওগাঁ সরকারী জিলা স্কুল, নওগাঁ সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় ও সাপাহার সরকারী উচ্চ বিদ্যালয়।