
মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলায় অটিস্টিক, বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের আলোর সন্ধানে অটিস্টিক বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী বিদ্যালয় এবং নুরুল্লাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্লাবাদ অটিস্টিক বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী বিদ্যালয়ে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাইদুর রহমান,উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সিএ আল- এমরান মাসুদ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী বলেন- প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার সুবিধা, চলাফেরা, স্বাস্থ্যব্যবস্থা ও দৈনন্দিন প্রয়োজন সহজ করতে এসব উপকরণ প্রদান করা হয়। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উন্নয়নের সুযোগ আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি।
স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা উপজেলাব্যাপী প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।