
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ জাহিদুল - বিউটি দম্পতিকে আটক করা হয়েছে।শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় ১৪ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাত ১১ টায় বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬০ এমপি হতে আনুমানিক ০৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ভেলুপাড়া পাঁকা রাস্তার সামনে অভিযান পরিচালনা করে ৫৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বাংলাদেশী নগদ ২৩ হাজার টাকাসহ ২ জন চোরাকারবারীকে কে আটক করে।
আটকৃতরা হলেন, মোঃ জাহিদুল ইসলাম(৪০), পিতা-মোঃ কছির উদ্দিন সরকার, এবং মোছাঃ বিউটি বেগম(৩৫), স্বামী-মোঃ জাহিদুল ইসলাম উভয়ের গ্রাম-গোপীনগর, পোস্ট ও থানা-পত্নীতলা এবং আসামীসহ আটককৃত মাদক ও মালামাল অদ্য ০৫ ডিসেম্বর ২০২৫ তারিখ নিয়মিত মামলার মাধ্যমে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। সিজার মূল্য ৩৩হাজার ৮ শত টাকা মাত্র।
পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু মাদকপাচার,অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত থাকবে।