
ডেস্ক রিপোর্টঃ
নওগাঁর সাপাহারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার মিরাপুর উচ্চ দিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক ও গোয়ালা ইউনিয়ন বিএনপির সদস্য মো: জালাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি মো: আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ বিএনপির মনোনীত প্রার্থী মো: মোস্তাফিজুর রহমান এবং বিশেষ বক্তা সাবেক জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো: বায়োজিদ হোসেন পলাশ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম মিঠু ও খাইরুল আলম গোল্ডেন। জেলা যুবদলের আহবায়ক মো: মাসুদ হায়দার টিপু, জেলা কৃষকদলের আহবায়ক মুমিনুল ইসলাম চঞ্চল, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি মোসা: সামিনা পারভিন পলি, জেলা শ্রমিকদলের আহবায়ক মো: জিল্লুর রহমান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো: একেএম রওশন ইসলাম, পোরশা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: সাদেকুল ইসলাম, সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: আব্দুন নূর, সাপাহার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাবেক যুগ্ম আহবায়ক মো: মোখলেসুর রহমান মুকুল, সহ-সভাপতি মো: জয়নাল আবেদীন, মো: আব্দুর রহমান কল্লোল, মো: আব্দুল কাহার, মো: বদিউজ্জামান ও মো: মিজানুর রহমান চৌধুরী, যুগ্ন সম্পাদক বদিউজ্জামান স্বপন।