
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
পত্নীতলা থানায় নতুন অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ (ওসি) যোগদান উপলক্ষে পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌরসভার জামায়াতের নেতৃবৃন্দের উদ্যোগে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার রাত ৮টা, থানার অফিসার ইনচার্জের কক্ষে এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন— জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস-চেয়ারম্যান, পত্নীতলা জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, সহকারী অধ্যাপক মাওলানা মোঃ হাবিবুর রহমান,পত্নীতলা উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ আব্দুল মুকিম,উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ হারুনুর রশিদ,নজিপুর পৌরসভার আমির মোহাম্মদ মোফাসসিল হক, নজিপুর পৌরসভার সেক্রেটারি প্রভাষক আব্দুর রউফ,জামায়াত নেতা হারুনুর রশিদ, আবু হেনা মোস্তফা কামাল, অ্যাডভোকেট আকতার ফারুক,
যুব সভাপতি সোহেল রানাসহ আরও অনেকে।
নতুন যোগদানকৃত অফিসার ইনচার্জকে স্বাগত জানিয়ে নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে এলাকার শান্তি–শৃঙ্খলা বজায় রাখা, সামাজিক স্থিতিশীলতা ও জনসেবামূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার আশা ব্যক্ত করেন।