
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামীসহ মোট ৫জনকে গ্রেফতার করেছে। সোমবার (৮ ডিসেম্বর) রাত থেকে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার মারিড়য়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে কেরামত আলী, নওদুলী মধ্যপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সোহেল রানা, জামগ্রামের গোলাম মহিউদ্দীনের ছেলে লতিফুল কবির ও বলরাম চক চৌধুরীপাড়ার ওসমান সরকারের ছেলে ওয়াজ করুনীকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল। এছাড়া মাদক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী ভরতেতুৃলিয়া গ্রামের রাজি আলীর স্ত্রী নিশি খাতুন(২৫) কে মঙ্গলবার দুপুরে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।