
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ভ্যান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের দাবিতে এই সমাবেশটি বুধবার (১০ ডিসেম্বর) সকাল সারে ১০ টায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আত্রাই উপজেলা কমিটির সভাপতি মো. ময়েন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ খবিরুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন, শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ দুঃখের বিষয়, এই শ্রমিক সমাজই আজ সবচেয়ে বেশি অবহেলিত। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের ন্যায্য অধিকার, কল্যাণ ও নিরাপদ জীবনের নিশ্চয়তার জন্য কাজ করে যাচ্ছে।
একজন শ্রমিককে তার কাজের যথাযথ পারিশ্রমিক দিতে হবে। শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করা, তাদের সন্তানদের সুশিক্ষা নিশ্চিত করা এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমি আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।
তিনি আরও বলেন, শ্রমিকদের জীবনমানের উন্নয়ন না হলে দেশের সার্বিক উন্নতি সম্ভব নয়। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দাবি আদায়ের জন্য কাজ করারও আহ্বান জানান। সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করা হয়।
এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার আমীর মোঃ আসাদুল্লাহ আল গালির, নায়েবে আমীর মোঃ ওসমান গণি, সেক্রেটারি মো. তোজাম্মেল হক প্রমুখ।