
ডেস্ক রিপোর্টঃ
নওগাঁয় ট্রাক চাপায় মোতালেব (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে এবং আহত হয়েছে তিনজন। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের কাঠালতলী মোড়ের গেঞ্জির মিল নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মোতালেব রানীনগর উপজেলার খট্টেশর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সুত্রে জানা যায়, রানীনগর থেকে রাবেয়া এন্টারপ্রাইজের একটি ট্রাক নওগাঁর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে শহরের কাঠালতলী মোড়ের গেঞ্জির মোড় নামক স্থানে আসলে মোটরসাইকেলকে সাইট দিতে গেলে ট্রাকটি উল্টে যায়। সেখানে ট্রাকের নিচে ব্যাটারি চালিত অটোরিকশা যাত্রী সহ চাপা পরে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে।
নওগাঁ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শক করেছি। একজন নিহত হয়েছে এবং আহতরা নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।