
মান্দা নওগাঁ প্রতিনিধিঃ
শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ উপলক্ষে নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় মান্দা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (বিআরডিবি) সেলিনা আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খন্দকার শরিফুল ইসলাম, তথ্য আপা সিরাজুম মুনিরা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ দেশের শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী পরিকল্পিতভাবে শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, লেখকসহ দেশের মেধাবী বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালায়।
বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও অবদানের কথা স্মরণ করে তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসের এ ধরনের আয়োজন কেবল স্মৃতিচারণ নয়; বরং নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা এবং দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্বলন করা হয়।