
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে বীর শহীদ ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির শুভ সূচনা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন এবং বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সমাবেশ, কুচকাওয়াজ, শিশুদের জন্য মুক্তিযোদ্ধাভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বেলা ১১টায় আত্রাই উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম-এর সভাপতিত্বে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের এক ঐতিহাসিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠতম অর্জন, যা আমাদেরকে দিয়েছে স্বাধীনতা, গণতন্ত্র এবং বিশ্ব দরবারে নিজস্ব আত্মপরিচয়। ত্রিশ লক্ষ শহীদের রক্ত এবং দুই লক্ষাধিক মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে অর্থবহ করে তোলাই আমাদের প্রধান অঙ্গীকার। তিনি আরও বলেন, নতুন প্রজন্মের কাছে আমাদের দায়িত্ব হলো মুক্তিযুদ্ধের সঠিক ও গৌরবময় ইতিহাস তুলে ধরা এবং সেই চেতনাকে সঞ্চারিত করা, যাতে তারা একটি উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে পারে। আমাদের সম্মিলিত প্রচেষ্টাতেই শহীদদের সেই লালিত স্বপ্ন পূর্ণতা পাবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খায়রুল আলম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আরেফিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মো. আব্দুল মান্নান, সদস্য সচিব মো. আনিছুর রহমান, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. ইমরান হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন, পল্লী উন্নয়ন অফিসার মো. তোফাজ্জল হোসেন মীর, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা মো. সোহেল রানা, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের জামায়াত ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী মো. খবিরুল ইসলাম,
আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান সাগর, জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার আমীর মো. আসাদুল্লাহ আল গালিব, সেক্রেটারী মো. তোজাম্মেল হক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানগণ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। বিকেলে উন্মুক্ত স্থানে মুক্তিযোদ্ধাভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী এবং বৈকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী মহান বিজয় দিবসের কর্মসূচির শেষ হবে।