
ডেস্ক রিপোর্টঃ
মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁয় সদর জামায়াতের এক বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শহরের বাইপাস সড়ক থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
শোভাযাত্রার নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নওগাঁ-৫ (সদর) আসনের প্রার্থী অ্যাডভোকেট আ. স. ম. সায়েম। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পার-নওগাঁ ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির শিক্ষাবিদ অধ্যাপক মহিউদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের সেক্রেটারি আনোয়ার আলম, জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাকিবসহ প্রায় তিন হাজার নেতাকর্মী।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সবার মাথায় ছিল বিজয় দিবসের বিশেষ ক্যাপ। তারা মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।