
ডেস্ক রিপোর্ট:
নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর সঙ্গে সনাতনী সম্প্রদায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১২ টায় মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মনোজিৎ কুমার সরকার সভায় সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, “দেশে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে সকল সম্প্রদায়ের ঐক্য অপরিহার্য। সনাতনী সম্প্রদায়সহ সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার।”
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান। সভায় সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভাটি আয়োজন করে মান্দা উপজেলা সনাতনী সম্প্রদায়।