
মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিতে জাতীয়তাবাদী যুবদল মান্দা উপজেলা শাখার আয়োজনে যুবদলের করণীয় শীর্ষক মতবিনিময় সভা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি এবং জুলাই যোদ্ধা শহীদ ওসমান সাদীর আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সঞ্চালনায় ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ উপজেলা ১৪ টি ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে যুবদলকে আরও সুসংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধার ও ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুব সমাজই আগামী দিনে গণ আন্দোলনের অগ্রভাগে থেকে বিএনপির বিজয় ছিনিয়ে আনবে—এমন প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মতবিনিময় সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি এবং জুলাই যোদ্ধা শহীদ ওসমান সাদীর আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে।