
মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কর্তৃক আয়োজিত বার্ষিক বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পঞ্চম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া এবং বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই বাজারে আকাশ মাল্টিমিডিয়া একাডেমি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে উক্ত প্রতিষ্ঠান চত্বরে সুন্দর ও মনোরম পরিবেশের মধ্যদিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ব্যাংক পি এল সি তানোর উপ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম মোখলেছুর রহমান (কামরুল)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম, তেঁতুলিয়া ডি,বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউর রহমান বাবু, পানিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, কৃষি উন্নয়ন ব্যাংক সাবাই হাট শাখার ব্যবস্থাপক হিল্লোল রায়, তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক দেরাজ উদ্দিন প্রমুখ।
এসময় অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোঃ মমতাজ আলী আকাশ।
অনুষ্ঠানে পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা এবং পরীক্ষায় সর্বোচ্চ নম্বর সংগ্রহকারী তিনজনকে পুরস্কার প্রদান করা হয়।