
ডেস্ক রিপোর্টঃ
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় নওগাঁয় কোরআন খতম, দোয়া মাহফিল ও মানবিক সহায়তা কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে শহরের দক্ষিণ সুলতানপুর এলাকায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান আকাশের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুলতানপুর মাদ্রাসায় শিক্ষার্থীদের দিয়ে পবিত্র কোরআন খতম করা হয়। পরে মরহুমার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এর আগে মানবিক সহায়তার অংশ হিসেবে এলাকার এক অসহায় দরিদ্র নারীকে নগদ অর্থ ও ঘর নির্মাণের জন্য টিন প্রদান করা হয়।
এ সময় জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৌরভ খন্দকার, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব নওশাদ খান এরশাদ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জহুরুল ইসলাম শ্যামল, ৮ নম্বর ওয়ার্ড পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফ হোসেন, ৬ নম্বর ওয়ার্ড পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শামিম হোসেনসহ রোমান, শুভ, মুন্না, পাপ্পু ও সাব্বর উপস্থিত ছিলেন।
হাফিজুর রহমান আকাশ জানান, দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় এ দোয়া ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।