
ডেস্ক রিপোর্টঃ
নওগাঁ লিটন ব্রিজের মোর থেকে শাকিল (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ট্রাফিক পুলিশ। শুক্রবার (২ জানুযারী) বিকেল ৪ টার সময় শহরের ব্রিজের মোর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শাকিল নওগাঁ সদর উপজেলার আনন্দনগর গ্রামের দুলাল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ব্রিজের মোড়ে পুলিশ সার্জেন্ট অপূর্ব ও টিএসআই আ:আলিম চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছিলেন। এসময় চেকপোষ্টে এক মটরসাইকেল আরোহীকে থামতে সংকেত দিলে তিনি দ্রুত মটরসাইকেল নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করেন।
এরপর সার্জেন্ট ও টিএসআই সহ তাকে পিছনে ধাওয়া করে শহরের লিটন ব্রিজ থেকে সুপারি পট্টি এলাকায় ঢুকে পরলে সার্জেন্ট ও টিএসআই মোটরসাইকেল চালককে হাতেনাতে ধরতে সক্ষম হয়। পরে তার কাছে থেকে ডায়পার প্যাকেটে মোড়ানো ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
অভিযান প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলাকে মাদকমুক্ত রাখতে নতুন বছর ২০২৬ সালেও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।” একই সঙ্গে তিনি মাদক নিয়ন্ত্রণে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।