
বরেন্দ্রকন্ঠ ডেস্কঃ
প্রথমবারের মতো শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করেছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুটি বিভাগে মোট ৮০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এ, বি ও সি—এই তিন ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জিএসটি গুচ্ছভুক্ত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ইউনিট ও বিভাগ ভিত্তিক যোগ্যতা ও শর্তাবলি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে এ (বিজ্ঞান) ইউনিট থেকে ১২ জন, বি (মানবিক) ইউনিট থেকে ৮ জন এবং সি (বাণিজ্য) ইউনিট থেকে ২০ জনসহ মোট ৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
এছাড়া আইন বিভাগে এ (বিজ্ঞান) ইউনিট থেকে ১৬ জন, বি (মানবিক) ইউনিট থেকে ২০ জন এবং সি (বাণিজ্য) ইউনিট থেকে ৪ জনসহ মোট ৪০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। তিন ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তির জন্য বিবেচিত হবেন।
উল্লেখ্য যে, গত ১০ডিসেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) নওগাঁ বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগ চালুর অনুমোদন দেয়। ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন ও বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে বিভাগ দুটি চালু করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেন, চলতি শিক্ষাবর্ষেই শিক্ষার্থী ভর্তি ও একাডেমিক কার্যক্রম শুরু করা হবে।