
পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতাঃ
নওগাঁর পত্নীতলার গগনপুর উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষক ও এক কর্মচারীকে নিয়মবহির্ভূতভাবে বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন ও শিক্ষা প্রতিষ্ঠান ঘেরাও কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত গগনপুর বাজার এলাকার প্রধান সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা অফিসার এবং পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আন্দোলনরত পাঁচজন প্রতিনিধির সঙ্গে আলোচনা করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
মানববন্ধন ও ঘেরাও কর্মসূচিতে বক্তারা বলেন, আমাদের প্রিয় শিক্ষক মাওলানা মিজানুর রহমান, হোসনে আরা এবং কর্মচারী আফজানকে সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে বহিষ্কার করা হয়েছে।
অথচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, তার স্ত্রী সহকারী শিক্ষিকা সুরাতন জান্নাত এবং ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল ইসলাম কোটি টাকার নিয়োগ বাণিজ্য ও বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এসব অনিয়মের প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে শিক্ষক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও অভিযুক্তদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের দাবি জানান।