
মান্দা (নওগাঁ) প্রতিনিধ :
নওগাঁর মান্দায় অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রসাশন।
আজ সোমবার ১৯ (জানুয়ারি) দুপুরে উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়নের গোটগাড়ি এলাকায় অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন- মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
মোবাইল কোর্ট পরিচালনার সময় স্থানীয় এক মাটি ব্যবসায়ীকে কৃষি জমির উপরিভাগ কর্তনের অভিযোগে ভূমি অপরাধ ও প্রতিকার আইন ২০২৩ এর ১৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন- আমরা বিভিন্ন মাধ্যমে অভিযোগ পেয়েছি যে মান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে দিনে রাতে ফসলি জমির উপরিভাগের মাটি কাটা চলছে এই অভিযোগের ভিত্তিতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। এসময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিতি ছিলেন।