
পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি ) সকালে নজিপুর সরদার পাড়ামোড় দলীয় কার্যালয়ে পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি মোকছেদুল হক সিরি'র সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো.সামসুজ্জোহা খান জোহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী সরদার।
পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক বাইজিদ রায়হান শাহীন, সাংগঠনিক সম্পাদক এ.জেড মিজান ও আব্দুল্লাহ আল মাসুম, সাবেক যুগ্ন আহবায়ক এম আর মোস্তফা, নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল কাদের প্রমুখ।