
আত্রাই (নওগাঁ) সংবাদদাতাঃ
নওগাঁর আত্রাইয়ে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে ও চলাচলের সুবিধার্থে বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এসব উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজের বোঝা নয়, বরং সঠিক সুযোগ ও পরিবেশ পেলে তারাও দক্ষ সম্পদে পরিণত হতে পারে। আজ যেসব সহায়ক উপকরণ বিতরণ করা হলো, তা তাদের দৈনন্দিন চলাফেরা ও স্বনির্ভর হতে সহায়তা করবে। আমরা চাই প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তি সম্মানের সাথে সমাজে মাথা উঁচু করে চলুক।
উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান জানান, চলতি পর্যায়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তালিকাভুক্ত সুবিধাভোগীদের মাঝে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। এর মধ্যে ১৭ জনকে হুইলচেয়ার, ৬ জনকে হিয়ারিং এইড (শ্রবণ যন্ত্র), ৩ জনকে এলবো ক্রাচ, ৩ জনকে ট্রাইসাইকেল, ২ জনকে অক্সিলারি ক্রাচ এবং ২ জনকে ওয়াকার প্রদান করা হয়েছে।
সহায়ক উপকরণ বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খাইরুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাছির উদ্দিন প্রমুখ। উপকরণ হাতে পেয়ে অনেক প্রতিবন্ধী ও তাদের স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সরকারের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।