
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতাঃ
নওগাঁর ধামইরহাটে রাতের আধাঁরে নিজ ঘরে দুর্বৃত্তের আঘাতে নিহত মেধাবী শিক্ষার্থী উম্মে হাবিবা (১৭) হত্যার ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকরী প্রদক্ষেপ গ্রহনের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জাহানপুর সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাবাসীদের ব্যানারে স্কুল গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল ঘোষ, জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন, মেয়ের বাবা হাসান আলী, চাচা আমিনুর ইসলাম, মো. আলম হোসেন, জাহানপুর ইউনিয়ন জামায়াত আমির বায়েজিদ হোসেন, মো. মাসুদ রানা প্রমুখ। মানববন্ধনে বক্তারা দ্রুত শিক্ষার্থী হত্যার ঘটনায় জড়িদের গ্রেফতারের দাবি জানান।
উল্লেখ্য গত রবিবার রাতে উপজেলার দক্ষিণ জাহানপুর এলাকায় নিজ ঘরে দুর্বৃত্তের আঘাতে গুরত্বর আহত হয় শিক্ষার্থী উম্মে হাবিবা। গত সোমবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।