
বরেন্দ্রকণ্ঠ ডেস্ক
নওগাঁয় ইটভাটার ছাড়পত্র (লাইসেন্স) না থাকায় ও নির্ধারিত মাপের চেয়ে ছোট ইট তৈরি অপরাধে একটি ইটভাটাকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সদর উপজেলার বর্ষাইল এলাকায় অবস্থিত মেসার্স এনএস কন্ট্রাকশন ইটভাটায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ।
অভিযান শেষে রুবেল আহমেদ বলেন, ‘ইটভাটাটির বিরুদ্ধে নির্ধারিত মাপের চেয়ে ছোট ইট তৈরির একাধিক অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে সরেজমিনে ওই ইটভাটায় যাওয়া হয়। এসময় তৈরিকৃত ইটের মাপ সরকার নির্ধারিত আদর্শ মাপের তুলনায় ছোট দেখা যায়। পাশাপাশি ইটের নেইম ব্লকের ব্যাপ্তি নির্ধারিত মাপের চেয়ে বড় রাখা হয়েছে, যা ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। এছাড়াও সংশ্লিষ্ট ইটভাটার পরিবেশগত ছাড়পত্র ছিলো না।’
তিনি আরো বলেন, ‘এসব অপরাধের প্রেক্ষিতে ওই ইটভাটাকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য ইটভাটার মালিককে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অভিযানে নওগাঁ জেলা ব্যাটালিয়ন ফোর্সের একটি দল ভোক্তা অধিদপ্তরকে সার্বিক সহযোগিতা করেন।