
মান্দা নওগাঁ সংবাদদাতাঃ
নওগাঁর মান্দা উপজেলার সাবাই বাসস্ট্যান্ড নূরানী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে।
শীতার্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে আলহাজ্ব মকলেছুর রহমান মকে শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ।
তাদের সুশিক্ষা ও সুস্থতা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।”
এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।#