
নওগাঁ সংবাদদাতাঃ
কারো ওপর কোনো ধরনের নির্যাতন করতে দেওয়া হবে না এবং মান্দায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পিড়াকৈর স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, “আমরা অতীত নিয়ে রাজনীতি করতে চাই না। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে আধুনিক ও উন্নত মান্দা গড়ে তুলতে চাই।”
নওগাঁ-৪ (মান্দা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে বিজয়ী করার লক্ষ্যে এ জনসভার আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সহ-সভাপতি এ কে এম নাজমুল হক নাজু, যুগ্ম সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল, এডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, প্রসাদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম, ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউন নবী হুদা সহ দলীয় নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসাহাক আলী মন্ডল। অনুষ্ঠানটির আয়োজন করে তেঁতুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।