
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধ :
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সরে এসে জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিক ভাবে একজন বিএনপি নেতা যোগদান করেছেন। যোগদানকৃত নেতার নাম বাবুল হোসেন। তিনি উপজেলার ধামইরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শনিবার (১৫ নভেম্বর) রাতে ওই ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আলোকে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বাবুল হোসেন বিএনপি থেকে সরে জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।
উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা ওলামা বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক মাওলানা একেএম ফজলুর রহমান, ধামইরহাট ইউনিয়ন শাখার আমির মো. ইউনুছার রহমান সহ বিভিন্ন পর্যায়ের জামায়াতে ইসলামী নেতাকর্মীবৃন্দ।