
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী উমার ইউনিয়ন শাখার আয়োজনে আদিবাসীদের চলাচলের সুবিধার্থে কাঁচা রাস্তা সংস্কার কাজ শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আলতাদিঘী শালবন সংলগ্ন ছোট মোল্লাপাড়া এলাকার কাঁচা রাস্তা সংস্কারের উদ্দেশ্যে স্বেচ্ছাশ্রম কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ জেলা শাখার নায়েবে আমির ও নওগাঁ-২ আসনের এমপি প্রার্থী ইঞ্জিঃ এনামুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার নায়েবে আমির মাও মো. আতাউর রহমান, জামায়াতে ইসলামী যুব বিভাগের সেক্রেটারি আবু সালেহ্ মুসা, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি বেলায়েত হোসেন, উমার ইউনিয়ন শাখার আমির মো. দেলোয়ার হোসেন, সেক্রেটারি হেলাল হোসেন প্রমুখ।