
নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের সতীহাট বাজারে অবৈধ করাতকলে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে দশটায় মান্দা উপজেলার সতীহাট বাজারে করাতকলের বৈধ লাইসেন্স না থাকায় মালিক- আঃ হামিদ ২০০০, রতন ২০০০, ইমদাদুল ৩০০০,ও আক্কাস আলীকে ২০০০ টাকা জরিমানা করা হয়।
করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২ এর আওতায় এই ৪টি মামলায় মোট ৯০০০/- জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী বলেন অবৈধ করাতকালের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।