
মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
‘জীবনের জন্য সুস্থতা সমাজ বিনির্মাণে সততা, তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার উৎপাদন মুখী শিক্ষা ব্যবস্থার পূর্বশর্ত, প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শিংগাঁ বালুকা ছালেহিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশে অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও মাদ্রাসার সুপারেনমেন্ট আবু নোমান মোঃ শহীদুল্লাহ এর সার্বিক সহযোগিতায় মাদ্রাসা কমিটির সভাপতি আখেরুজ্জামান সেলিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ মান্দা আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান (মকে), মাদ্রাসা শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার সভাপতি এস. এম এরফান আলী মিয়া, কালিগ্রাম দোড়াঙ্গী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আনিছার রহমান, ছোট মুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরদার, তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিউর রহমান বাবু, পানিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাইমুল হক সহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবারের ভূমিকা এবং একটি সুন্দর সমাজ গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন।
শেষে মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের শিক্ষাবিষয়ক সহযোগিতা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করা হয়।