
নওগাঁর মান্দায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুলাই) সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও মান্দা উপজেলা আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, মোহাম্মদ রওশন আলী, উপজেলা কমিটির সদস্য ডা. আবু সাঈদ, মৎস্যজীবী পার্টির সভাপতি রেজাউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান এবং ছাত্রসমাজের সাধারণ সম্পাদক শোয়েব আলী। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মান্দা ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আক্কাস আলী মণ্ডল ও যুব সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম খোকন। দোয়া পরিচালনা করেন আব্দুল্লাহ আল মাহফুজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ জহুরুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলার আহ্বায়ক আলতাব বলেন, পল্লীবন্ধু এরশাদের রাজনৈতিক দর্শন, অবদান এবং দেশের উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তাই তিনি সকলকে জাতীয় পার্টিতে যোগ দেওয়ার আহবান জানান।
রায়হান/আর