নওগাঁর মান্দা উপজেলায় কর্মরত সাংবাদিক ও ব্যবসায়ীদের উদ্যোগে প্রসাদপুর কাঁচা বাজারের রাস্তার সংস্কার করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার প্রসাদপুর বাজারের প্রবেশ পথ থেকে শুরু করে আজাদের চায়ের দোকান পর্যন্ত রাস্তায় কাদা পানি জমে থাকার কারণে ক্রেতা ও বিক্রেতাদের অসুবিধার প্রেক্ষিতে মান্দা উপজেলায় কর্মরত সাংবাদিক ও ব্যবসায়ীদের উদ্যোগে বেহাল রাস্তায় ইট ও রাবিশ দিয়ে সংস্কার করা হয়েছে।
এই সংস্কার কাজের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাব মান্দা এর আহ্বায়ক খন্দকার আব্দুর রহিম, যুগ্ম আহবায়ক, রওশন আলম, এমএ মতিন, আলামিন হোসেন, সোহাগ, আলামিন ইসলাম, আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি এম রেজাউল ইসলাম, সাইফুল ইসলাম, মফস্বল সাংবাদিক ইউনিয়ন মান্দা শাখার সহসভাপতি আব্দুল কাইয়ুম, উৎপল কুমার, উপজেলা বণিক সমবায় সমিতির লিঃ এর সভাপতি আখতারুজ্জামান, মোজাম্মেল হক সহ কাঁচা বাজারের ব্যবসায়ীগণ রাস্তা সংস্কার কাজে নিয়োজিত ছিলেন।
রাস্তার সংস্কার বিষয়ে ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, কাঁচা বাজারের অতি গুরুত্বপূর্ণ এই প্রবেশ পথ দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় ছিল, আমরা উপজেলা প্রশাসনকে একাধিক বার জানালেও কোন কাজ হয়নি, অবশেষে প্রেসক্লাব মান্দা এর আহ্বায়ক খন্দকার আব্দুর রহিমকে জানালে তিনি আশ্বস্ত করে বলেন অচিরেই আমরা সাংবাদিকরা এই কাজটি করে দিব। আজ আমরা অনেক খুশি রাস্তাটি চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য। আমরা প্রেসক্লাব মান্দা সহ সকল সাংবাদিক ভাইদের ব্যবসায়ীদের পক্ষ থেকে এই মহতি উদ্যোগের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে প্রেস ক্লাব মান্দা এর আহবায়ক খন্দকার আব্দুর রহিম বলেন, ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল এটি, ব্যবসায়ী ও ক্রেতাগণ এ রাস্তা দিয়ে চলাচল করতে পারছিল না, এই অসুবিধা বিবেচনা করেই আমরা এর উদ্যোগটি গ্রহণ করেছি। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সহযোগিতা পেলে মান্দার সাংবাদিক ও ব্যবসায়ী বৃন্দ ঐক্যবদ্ধভাবে মান্দার বিভিন্ন সংস্কার মূলক কাজ করতে পারব তাই আপনাদের সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।